রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

স্পোর্টস ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:১২, ৩ ফেব্রুয়ারি ২০২০

বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে নারী ক্রিকেট দল

বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে নারী ক্রিকেট দল

ছবি-বিসিবি


অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে রোববার ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে এই টুর্নামেন্ট।

টুর্নামেন্ট শুরুর আগে স্থানীয় দলগুলোর সঙ্গে যথাক্রমে ৭, ১০ ও ১২ ফেব্রুয়ারি তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের নারীরা। এরপর আইসিসি আয়োজিত দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। ১৫ ও ২০ ফেব্রুয়ারি দুই প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ যথাক্রমে থাইল্যান্ড ও পাকিস্তান।

বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চার বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, শক্তিশালী ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলংকা। এই দলগুলোর মধ্যে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতাই নেই বাংলাদেশ দলের।

 

 

টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন বলেন, টুর্নামেন্টে ভাল ফল অর্জনে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদেরকে দক্ষতার সঙ্গে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আশা করি আমরা সেরাটা দিতে পারবো।

আগামী ২৪ ফেব্রুয়ারি পার্থে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। নিউজিল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে আগামী ২৯ ফেব্রুয়ারি গ্রুপ ম্যাচের লড়াইয়ে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার মোকাবিলা করবে সালমা বাহিনী।

দশ দলের এই টুর্নামেন্টে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ৫ মার্চ সিডনিতে এবং ৮ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হবে দুটি সেমি-ফাইনাল।

বাংলাদেশ স্কোয়াড: সালমা খাতুন (অধি:), রুমানা আহমেদ, জাহানারা আলম, মুর্শিদা খাতুন, আয়েশা রহমান, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, খাদিজা-তুল- কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক, নাহিদা আকতার, ফাহিমা খাতুন, রিতু মনি ও শোভানা মুস্তারি।

স্ট্যান্ড বাই: শায়লা শারমিন, লতা মন্ডল, সুরাইয়া আজমিম, পুজা চক্রবর্ত্তী ও রাবেয়া।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়