রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

সাতরঙ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:১১, ১১ ডিসেম্বর ২০১৯

বিশ্বের দুর্লভ কিছু হৃদয় ছোঁয়া ছবি!

বিশ্বের দুর্লভ কিছু হৃদয় ছোঁয়া ছবি!

ছবি: সংগৃহীত


ছবি মনের কথা বলে। জাগরণ করে পুরনো সব অনুভতি। তেমনই বিশ্বের কিছু ছবি রয়েছে, যা হৃদয় কাঁপিয়ে তোলে। তেমনি কিছু ছবি নিয়েই আজকের লেখা। চলুন দেখে নেয়া যাক সেগুলো-

এটি কোন ভাগাড়ের ছবি নয়, মাউন্ট এভারেস্টের চূড়া।

 

মাউন্ট এভারেস্টের চূড়া

মাউন্ট এভারেস্টের চূড়া

১৯০০ সালে একটি জুতার দোকান।

 

জুতার দোকান

জুতার দোকান

বিস্ফোরণের আগে ও পরে জাপানের নাগাসাকি, ১৯৪৫।

 

জাপানের নাগাসাকি, ১৯৪৫

জাপানের নাগাসাকি, ১৯৪৫

ডুবে যাওয়ার আগে টাইটানিকের সর্বশেষ ছবি, ১৯১২।

 

টাইটানিকের সর্বশেষ ছবি, ১৯১২

টাইটানিকের সর্বশেষ ছবি, ১৯১২

হারলি-ডেভিডসন মোটরসাইকেলের প্রতিষ্ঠাতা উইলিয়াম হারলি ও আর্থার ডেভিডসন, ১৯১৪।

 

মোটরসাইকেলের প্রতিষ্ঠাতা উইলিয়াম হারলি ও আর্থার ডেভিডসন

মোটরসাইকেলের প্রতিষ্ঠাতা উইলিয়াম হারলি ও আর্থার ডেভিডসন

কামানের সাহায্যে মৃত্যুদণ্ড কার্যকর, ইরান, ১৯ শতক।

 

কামানের সাহায্যে মৃত্যুদণ্ড কার্যকর

কামানের সাহায্যে মৃত্যুদণ্ড কার্যকর

২য় বিশ্বযুদ্ধে যাওয়ার আগে সৈনিকেরা স্ত্রীদের বিদায় জানাচ্ছে।

 

সৈনিকেরা স্ত্রীদের বিদায় জানাচ্ছে

সৈনিকেরা স্ত্রীদের বিদায় জানাচ্ছে

সর্বশেষ পরিচিত তাসমেনিয়ান বাঘ, যেগুলি এখন বিলুপ্ত, ১৯৩৩।

 

তাসমেনিয়ান বাঘ

তাসমেনিয়ান বাঘ

চাঁঁদে ফেলে আসা একটি পরিবারের ছবি, ১৯৭২।

 

চাঁঁদে ফেলে আসা একটি পরিবারের ছবি

চাঁঁদে ফেলে আসা একটি পরিবারের ছবি

১৯৩০ সালে ভগৎ সিং, রাজ গুরু এবং আরও অনেকের মৃত্যুদণ্ড রায়ের পোস্টার।

 

মৃত্যুদণ্ড রায়ের পোস্টার

মৃত্যুদণ্ড রায়ের পোস্টার

১৮৫০ সালের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ড. জন মুররের তোলা এই ছবিটি তাজ মহলের প্রথম তোলা ছবি হিসেবে পরিচিত।

 

তাজ মহলের প্রথম তোলা ছবি

তাজ মহলের প্রথম তোলা ছবি

১৯৩০ সালে কলকাতায় ব্যবহৃত জেব্রা টানা গাড়ি।

 

জেব্রা টানা গাড়ি

জেব্রা টানা গাড়ি

১৯৬০ সালে বানারাসে লোকেরা নাগরদোলা চড়ছে।

 

নাগরদোলা

নাগরদোলা

ন্যু ক্যাম্প স্টেডিয়াম, বার্সেলোনা, ১৯২৫।

 

ন্যু ক্যাম্প স্টেডিয়াম

ন্যু ক্যাম্প স্টেডিয়াম

নিউ ইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে একটি বক্সিং ম্যাচ, ১৯২৩।

 

বক্সিং ম্যাচ

বক্সিং ম্যাচ

নির্মাণাধীন সুউচ্চ টাওয়ারের উপর গলফ খেলা, ১৯৩২।

 

টাওয়ারের উপর গলফ খেলা

টাওয়ারের উপর গলফ খেলা

এক চাকার গাড়ি, ইতালি, ১৯৩১।

 

এক চাকার গাড়ি

এক চাকার গাড়ি

কুইনি (Queenie), প্রথম স্কিং করা হাতি, ১৯৫০।

 

প্রথম স্কিং করা হাতি

প্রথম স্কিং করা হাতি

১৮৩৮ সালে তোলা বুলেভার্ড মন্দিরের এই ছবিটি জীবিত কোনো মানুষকে ধারণ করা প্রথম ছবি বলে পরিচিত। ছবির বাঁ দিকে নীচে জুতা পালিশ করতে দেখা যাচ্ছে।

 

বুলেভার্ড মন্দিরের ছবি

বুলেভার্ড মন্দিরের ছবি

১৮৪০ সালে জন উইলিয়াম ড্রাপারের তোলা চাঁদের প্রথম ছবি।

 

চাঁদের প্রথম ছবি

চাঁদের প্রথম ছবি

অ্যাপার্টমেন্টে বাস করা বাচ্চারা যেন পর্যাপ্ত সূর্যের আলো ও বাতাস পায়, সেজন্যে বানানো একটি বাচ্চাদের খাঁচা, ১৯৩৭।

 

বাচ্চাদের খাঁচা

বাচ্চাদের খাঁচা

বাচ্চাদের বিক্রির জন্য প্রদর্শন করার পর মা লজ্জায় তার মুখ লুকাচ্ছে, শিকাগো, ১৯৪৮।

 

বাচ্চাদের বিক্রির জন্য প্রদর্শন

বাচ্চাদের বিক্রির জন্য প্রদর্শন

মাসিয়া মারা'তে সূর্যদয়।

 

সূর্যদয়

সূর্যদয়

চিত্রসূত্র: গুগল

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়