রাঙামাটি । মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:১২, ১০ জুন ২০২১

বুনো হাতির আতঙ্কে নানিয়ারচরবাসী

বুনো হাতির আতঙ্কে নানিয়ারচরবাসী
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ- রাঙামাটির নানিয়ারচরে দলচ্যুত হওয়া পাল হারানো এক বুনো হাতির আতঙ্কে রয়েছেন গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ই জুন খাগড়াছড়ি-মহালছড়ি এলাকায় দেখা গিয়েছে প্রাপ্ত বয়স্ক এই হাতিটি পরদিন সকালে নানিয়ারচর উপজেলার ফিরিংগি পাড়ায় দিনভর অবস্থান করে বিকেলে উপজেলার মহাজন পাড়া হতে বর্তমানে ছয়কুড়ি বিলের কাছাকাছি আছে বলে জানা যায়।

বৃহস্পিতবার (১০ জুন) সকালে জানা যায়, হাতিটি উপজেলার বগাছড়ি হতে কালো পাহাড়ের দিকে রওনা করে।

ফিরিংগি পাড়া স্থানীয় গ্রামবাসী জীবন রতন চাকমা জানায়, হাতিটি একালার ধান, আখের খেত, নারিকেল গাছ, আম বাগান সহ বিভিন্ন বাগানের ক্ষতি করেছে, এলাকায় একটি পাহাড়ে পানির ঝিরি ছিল সেখানে কয়েক ঘন্টা অবস্থান করেছিল।

নানিয়ারচর বনবিভাগ কর্মকর্তা আজিজুল হক জানান, হাতিটির তার পালে পৌঁছে দেবার মত পদক্ষেপ হাতে নেই, তবে তার ক্ষতির পরিমাণ রোধে গ্রামবাসী কে হাতি তাড়ানোর জন্য ঢাক ঢোল বাজিয়ে স্থান ত্যাগ করানোর জন্য জানানো হয়েছে।

এ বিষয়ে সকলকে সজাক ও সচেতন থাকার আহবান জানিয়েছেন উপজেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনী।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ

জনপ্রিয়