রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০২১

বুরহান হত্যা-মেরাজের বাড়িতে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

বুরহান হত্যা-মেরাজের বাড়িতে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

ছবিঃ আলোকিত রাঙ্গামাটি


রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- নোয়াখালীর সাংবাদিক বুরহান উদ্দিন হত্যা ও ইনডিপেনডেন্ট টিভির শেরপুর প্রতিনিধি মেরাজ উদ্দিনের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ, হত্যাকারী ও হামলাকারীদের বিচারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন করেছে রাঙামাটির কর্মরত সাংবাদিকরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে রাঙামাটি প্রেসক্লাব।

এ সময় সাংবাদিক নেতারা অভিযোগ করেন দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দোষীদের আওতায় না আনায় বার বার এসব ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান বক্তারা। মানববন্ধনে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দাবী জানান সাংবাদিক নেতারা।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মিল্টন বড়ুয়া, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, সম্পাদক শান্তিময় চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, সদস্য উছিংছা রাখাইন কায়েস, আলোকিত রাঙ্গামাটির সাম্পাদক জাবেদ মোঃ নূর, রাঙামাটি প্রতিবন্ধি স্কুলের পরিচালক নুরুল আবছার প্রমুখ।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়