রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৩৬, ২৯ অক্টোবর ২০২০

বৃষ্টির পর নতুন বার্তা জানালো আবহাওয়া অফিস

বৃষ্টির পর নতুন বার্তা জানালো আবহাওয়া অফিস

ফাইল ছবি


বেশ কয়েকদিনের বৃষ্টিপাতের পর এবার নতুন বার্তা জানিয়েছে আবহাওয়া অফিস। আজ রাজধানীর তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়া অফিস বলা হয়েছে, আকাশ পরিষ্কার ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের বিদায়ের পর থেকে প্রকৃতি শান্ত রূপ ধারণ করেছে। এরপর থেকে দেশের অভ্যন্তরে কোথাও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় নদীবন্দরগুলোকে কোনো সতর্ক সংকেত দেখাচ্ছে না আবহাওয়া অফিস।

এদিকে দেশের প্রকৃতিতে শরতের পর হেমন্তের আগমন ঘটেছে। এ হেমন্তেই পাওয়া যায় শীতের আগমনী বার্তা। প্রকৃতি সেই বার্তা এরইমধ্যে দিতে শুরু করেছে। গ্রামেগঞ্জে হালকা কুয়াশা ও শিশিরের দেখা মিলছে। রাজধানীতে গ্রামের মতো অতটা স্পষ্ট না হলেও কিছুটা অনুভব করা যাচ্ছে।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ