রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

ধর্ম ডেস্কঃ-

প্রকাশিত: ১১:৪৫, ১২ ডিসেম্বর ২০১৯

প্রশ্নোত্তর

বোবা ব্যক্তি নামাজে তাকবীরে তাহরীমা কীভাবে বলবে?

বোবা ব্যক্তি নামাজে তাকবীরে তাহরীমা কীভাবে বলবে?

ফাইল ফটো


প্রশ্ন: বোবা ব্যক্তি নামাজে তাকবীরে তাহরীমা কীভাবে বলবে?
উত্তর: বোবা ব্যক্তি তাকবীরে তাহরীমার নিয়তে নামাজ শুরু করলেই নামাজ শুরু হয়ে যাবে। তাকবির বলার চেষ্টা করা, জিহ্বা নাড়ানোর প্রয়োজন নেই।

(মারাকিল ফালাহ ২১৯, ফাতহুল কাদীর ১/২৮৪, আলবাহরুর রায়েক ১/৫০৮, ফতোয়ায়ে শামী ২/২২০, বাদায়ে ১/৪১৬, হিন্দিয়া ১/৭৬, কিতাবুন নাওয়াযেল ৩/৪৭৯)।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ