রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ০৯:৩৩, ১৫ জুলাই ২০২০

বোরকা পরে ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন সাহেদ

বোরকা পরে ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন সাহেদ

রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি সাহেদ


আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি জিন্সের প্যান্ট ও নীল রঙের শার্টের ওপর কালো রঙের বোরকা পরে ছিলেন। 
র‍্যা্বের সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (সিপিসি-১) বজলুর রশীদ এ তথ্য জানান।

বজলুর রশীদ বলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর বেইলি ব্রিজের দক্ষিণ পাশের লবঙ্গবতি নদীর পাড় থেকে সাহেদকে গ্রেফতার করা হয়। নদীর ঠিক ধারে একটি নৌকা রাখা ছিল। ওই নৌকায় উঠে ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন সাহেদ। ঠিক সে সময় তাকে গ্রেফতার করা হয়।

সাহেদের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর সাহেদকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসছে র‍্যাব।

বজলুর রশীদ বলেন, র‍্যাব সদর দফতরের গোয়েন্দাদের কাছে তথ্য ছিল সাহেদ তার নিজ জেলা সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই তথ্যের ভিত্তিতে সদর দফতর থেকে গোয়েন্দা কর্মকর্তাসহ স্যারেরা এখানে এসেছেন। সারারাত ধরে আমরা সীমান্ত এলাকায় আমাদের টহল জোরদার করি। রাতভর অভিযান শেষে ভোর ৫টা ১০ মিনিটে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

আলোকিত রাঙামাটি