রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৫২, ২৫ অক্টোবর ২০২০

ব্যবসার প্রসারে বড় ভূমিকা রাখবে প্রযুক্তি

ব্যবসার প্রসারে বড় ভূমিকা রাখবে প্রযুক্তি

করোনার প্রাদুর্ভাবে প্রযুক্তির বহুমুখী ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে ব্যবসার প্রসার ও উন্নতির জন্য প্রযুক্তি ও নতুন ধরনের উদ্ভাবনও বড় ভূমিকা রাখবে। গতকাল ডিজিটাল ট্রেড উইকের তৃতীয় দিনে 'লিডারশিপ কনক্লেভ' শীর্ষক সেশনে বক্তারা এসব কথা বলেন। মার্চেন্ট বে'র সহযোগিতায় জেসিআই বাংলাদেশের আয়োজনে এতে উপস্থিত ছিলেন টেক ইন এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আন্ডরু বেইসলি, ডেল ইএমসির ভাইস প্রেসিডেন্ট অনোথাই অয়েট্টায়াকর্ন, সেবার প্রধান নির্বাহী আদনান ইমতিয়াজ হালিম এবং সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাড সার্চের সিইও এবং জেসিআই সেন্ট্রাল পার্ক হেলনিস্কির প্রেসিডেন্ট হেলেনা রেবেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মার্চেন্ট বের ব্যবস্থাপনা পরিচালক আবরার হোসনে সায়েম। টেক ইন এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ইন্দোনেশিয়ার তুলনায় বাংলাদেশের জনসংখ্যা দুই-তৃতীয়াংশ, আর গড় বয়স ২৮ বছর। অপরদিকে চীন ও ইউএসএর জনসংখ্যার গড় বয়স ৩৮ বছর।

এর মানে হলো বিপুল পরিমাণ জনগোষ্ঠী অর্থনীতিতে অবদান রাখতে পারবে এবং ব্যবসার প্রসার ও উন্নতির ক্ষেত্রে প্রযুক্তি ও নতুন ধরনের উদ্ভাবনও বড় ভূমিকা রাখবে। উদ্ভাবন ও স্টার্টআপের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানে বেশ ভালো উল্লেখ করে তিনি আরও বলেন, জিডিপির ক্ষেত্রে বাংলাদেশের বার্ষিক জিডিপির প্রবৃদ্ধি খুবই সন্তোষজনক। এমন প্রবৃদ্ধির থাকলে সেখানে ব্যবসার অগ্রগতি অনুমিত। ডেল ইএমসির ভাইস প্রেসিডেন্ট অনোথাই অয়েট্টায়াকর্ন বলেন, 'বর্তমান করোনা পরিস্থিতে ব্যবসাকে টিকিয়ে রাখতে দুটি জিনিস জরুরি। একটি হলো ব্যবসাকে নতুন উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে পরিচালিত করা এবং অপরটি হলো যেসব ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলা ব্যবহারের মাধ্যমে কীভাবে টার্গেট মার্কেটের কাছে পৌঁছানো যায় সেটা নিয়ে কাজ করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। মার্চেন্ট বের আয়োজনে সম্মেলনটি চলবে আগামী ২১ অক্টোবর। বিস্তারিত : https://merchantbay.com/digitaltrade/ events  ঠিকানায়।

সূত্রঃ সমকাল

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়