রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

রাজস্থলী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৩২, ২১ জানুয়ারি ২০২০

ব্রীজ ঝুঁকিপূর্ণ, দূর্ভোগ পোহাচ্ছে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী

ব্রীজ ঝুঁকিপূর্ণ, দূর্ভোগ পোহাচ্ছে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার প্রায় দীর্ঘ ৩০ বছরের পূর্বে নির্মিত ব্রীজটি গত বর্ষায় পাহাড়ী ঝর্ণার পানির ঢলে মাঝখানে হেলে পরে।

ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ এর যাতায়াতের একমাত্র যোগাযোগের মাধ্যম এটি।

প্রতিদিন স্কুল কলেজের শতশত ছাত্র-ছাত্রী চলাচল করে এই ব্রীজ হতে। কিন্তু গত বর্ষায় প্রবল বৃষ্টির ফলে ৪০ ফুটের ব্রীজটি মাঝখান হতে হেলে পরে ঝুঁকিপূর্ণ আকার ধারণ করে।

যার ফলে কোন যানবাহন তো দূরের কথা জনসাধারণও চলাচল করতে পোহাতে হচ্ছে দূর্ভোগ।

এ ব্যাপারে ছাত্রী ফারজানা আক্তার বলেন, বিগত একবছর ধরে ব্রীজটি ভেঙে পরে আছে, যার ফলে আমাদের স্কুলে যেতে আসতে অনেক কষ্ট হয়। তাই সরকারের নিকট ব্রীজটি দ্রুত নির্মাণের দাবী জানায় তিনি।

স্থানীয় এক সমাজসেবক মাসুম তালুকদার বলেন, অতি দ্রুত ব্রীজটি নির্মাণ করার জন্য কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর পক্ষে দাবি জানান তিনি।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা বলেন, রাস্তা ও ব্রীজটির বেহাল অবস্থা দেখে ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা পরিষদকে অবগত করা হয়েছে, প্রকৌশলী এসে পরিমাপ করে মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে বলে তিনি জানান। তাই অতি শীঘ্রই ব্রীজটি নির্মাণ করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়