রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ০৯:৩৯, ২০ জুলাই ২০২০

বড় বিপদের মুখে পৃথিবী, ধেয়ে আসছে বিশাল গ্রহাণু

বড় বিপদের মুখে পৃথিবী, ধেয়ে আসছে বিশাল গ্রহাণু

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশালাকার গ্রহাণু, নাসার সতর্কতা। ছবি: সংগৃহীত


দ্রুতগতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক গ্রহাণু। সময় যতই গড়াচ্ছে, বিজ্ঞানী মহলে ততোটাই উদ্বেগ বাড়ছে। কারণ গ্রহাণুটির গতিবেগ ঘণ্টায় ৪৮ হাজার কিলোমিটার পর্যায় রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা ২৪ জুলাই সতর্কতা জারি করেছে। জানা গেছে, এদিন জানিয়েছে গ্রহাণু ২০২০ এনডি পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে।

নাসার বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুটি বিশালাকার। লন্ডন আইয়ের চেয়ে দেড়গুণ বড় এই গ্রহাণু। ঘটনাটি আপাতত ঝুঁকিপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ১৭০ মিটারের অতিকায় গ্রহাণু পৃথিবীর ০.০৪৩ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট (এইউ) দূরত্বের মধ্যে চলে আসবে। এক এইউ (১৪৯,৫৯৮,০০০ কিমি) পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বের সমান।

স্বাভাবিক গতিতে এগিয়ে এলেও এর প্রভাবে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বলে বিজ্ঞানীদের অনেকেই মনে করছেন। তাদের মতে এদিন পৃথিবীর ‘ভাগ্য নির্ধারণ’। একই সঙ্গে পৃথিবীর কিছু জায়গা সাময়িক সময়ের জন্য সূর্যের আলো থেকে বঞ্চিত হতে পারে বলে মনে করছেন কয়েকজন বিজ্ঞানী।

এর আগে এপ্রিলেও বিশালাকার এক গ্রহাণু ধেয়ে আসছিল। সেই বিপদ থেকে রক্ষা পায় পৃথিবী। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়