রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:২৫, ২৭ নভেম্বর ২০১৯

ভারত থেকে উড়ে এলো ‘রহস্যময়’ বাক্স, ছুঁতে না করলো পুলিশ

ভারত থেকে উড়ে এলো ‘রহস্যময়’ বাক্স, ছুঁতে না করলো পুলিশ

ছবি: সংগৃহীত


চুয়াডাঙ্গায় পলিথিনের বেলুনে উড়ে আসা ভারতীয় পতাকা লাগানো একটি বাক্স উদ্ধার করা হয়েছে। বাক্সটির গাঁয়ে লেখা ছিল - এটি বিপজ্জনক নয়, পুলিশ না আসা পর্যন্ত কেউ এতে হাত দেবেন না।

গত ২৪ নভেম্বর বিকেলে পলিথিনের বেলুনে উড়ে আসা ভারতীয় পতাকা লাগানো তিন মাথাওয়ালা ব্যাটারিসহ ককশিটে আবৃত বাক্সটি দামুড়হুদা উপজেলার দেউলী গ্রামের একটি গমক্ষেতে পড়ে। 

 

 

এ ঘটনার পর থেকেই যন্ত্রটিকে ঘিরে বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়। বাক্সের চারপাশে লেখা থাকতে দেখা গেছে, ‘বাক্সটি বিপজ্জনক নয় ’, ‘বাক্সটিকে লাঠির আঘাত করবেন না’, ‘বাক্সটি ক্ষতি বা আঘাত করা আইনত দণ্ডনীয় অপরাধ’, ‘আগুনে পোড়াবেন না’, ‘বাক্সটিকে জলে ডোবাবেন না’, ‘বেলুন ফোলা অবস্থায় ধুমপান করবেন না’, ‘পুলিশ বা সংস্থার কর্তৃপক্ষ না আসা পর্যন্ত হাত দেবেন না’।

 

 

দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ককশীটের বাক্সটিতে থাকা যন্ত্রটি ভারতীয় আবহাওয়া পরিমাপক যন্ত্র। এটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

আলোকিত রাঙামাটি