রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:২০, ২৪ সেপ্টেম্বর ২০২০

ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে

ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে

ছবি- সংগৃহীত


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক পুরোনো সম্পর্ক। এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতার কথা ভুলে যাওয়ার নয়।

বুধবার দুপুরে ঢাকার দোহার উপজেলায় মালিকান্দা এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ভারতের বিদায়ী রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাসের গান্ধীজীর আশ্রম পরিদর্শন ও তার সঙ্গে বিদায়ী সাক্ষাতের সময় মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় হাইকমিশনার যখন আমার সঙ্গে বিদায়ী সাক্ষাত করতে চাইলেন, তখন আমি তাকে গান্ধীজীর আশ্রম পরিদর্শনের আমন্ত্রণ করি এতে তিনি রাজি হন এবং এখানে আসেন।

এ সময় ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদায়ী রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাস বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অটুট রয়েছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরো সুদূঢ় হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, আমি চলে যাচ্ছি ঠিকই তবে আমি বাংলাদেশকে অনেক মিস করব।

আলোকিত রাঙামাটি