রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০৯:৫৮, ২১ ফেব্রুয়ারি ২০২০

ভাষা শহীদদের প্রতি রাঙামাটি জেলা ছাত্রলীগের বিনম্র শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি রাঙামাটি জেলা ছাত্রলীগের বিনম্র শ্রদ্ধা

রাঙামাটি সদর প্রতিনিধিঃ- একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা ছাত্রলীগ।

শুক্রবার দিবাগত রাতে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের সভাপতি আব্দুল জব্বার সুজন ও প্রকাশ চাকমার নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ শ্রদ্ধা জানান।

এ সময় ছাত্রলীগের রাঙামাটি কলেজ বিশ্ববিদ্যালয়ের নেতা, রাঙামাটির দুই মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে প্রথমে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও জেলা পরিষদ সহ বিভিন্ন মহল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। 

উল্লেখ্য, ভাষা আন্দোলন দমন করতে ১৯৫২ সালের আজকের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেন। সেই মিছিলে গুলি চলে। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার। তাঁদের স্মরণেই দেশবাসী এই শহীদ মিনারের সামনে এসে বিনম্র শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ছেয়ে যায় মিনারের বেদি।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়