রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাজস্থলী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:২৫, ২১ ফেব্রুয়ারি ২০২০

ভাষা শহীদের প্রতি বাঙ্গালহালিয়া আ.লীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা

ভাষা শহীদের প্রতি বাঙ্গালহালিয়া আ.লীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা

রাজস্থলী প্রতিনিধিঃ- রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নেতাকর্মীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে শতশত নেতা কর্মীদের অংশগ্রহণে এক বিশাল র‍্যালী বের হয়। 

র‍্যালীটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ও সেনাবাহিনী ক্যাম্প ঘুরে বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।

পরে ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেসকল শহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন নেতা কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি পুলক বড়ুয়া, ৩নং ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঞোমং মারমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রবির দত্ত,সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক বিশ্বণাথ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুই মং মারমা, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুমন বড়ুয়া, অর্থ সম্পাদক পুলক সাহা, রাজু চৌধুরী, পাভেল দে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী, সহ-সভাপতি ফোরকান, সাবেক প্রচার সম্পাদক মাসুম তালুকদার, যুগ্ম সম্পাদক রাসেল উদ্দীন, ইউনিয়ন সভাপতি ক্যাসুইউ মারমা, সাধারণ সম্পাদক মোঃ শাহেদ হোসেন চৌধুরী, মোঃ সাজ্জাদ হোসেন শাওন, নুরু, জামিল, মাইনুদ্দিন, মুন্না, হৃদয়,আরাফাত মাহমুদ, সয়ন দে প্রমুখ।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ