রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:৪১, ৩০ নভেম্বর ২০২০

‘ভাস্কর্যবিরোধী বক্তব্য বন্ধ না করলে সরকার বসে থাকবে না’

‘ভাস্কর্যবিরোধী বক্তব্য বন্ধ না করলে সরকার বসে থাকবে না’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

ভাস্কর্যবিরোধী বক্তব্য বন্ধ না করলে সরকার বসে থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

তথ্যমন্ত্রী বলেন, ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য আছে। ইরান, ইরাক ও তুরস্কসহ পৃথিবীর অনেক ইসলামি দেশে ভাস্কর্য আছে। সৌদি আরবের দিকে তাকালেও দেখা যাবে, জেদ্দাসহ বিভিন্ন শহরে ভাস্কর্য আছে। সৌদি আরবে এ নিয়েই কেউ প্রশ্ন তুলেনি। 

পাকিস্তানেও ভাস্কর্য আছে জানিয়ে মন্ত্রী বলেন, সেখানেও কেউ কোনো প্রশ্ন তোলেনি। আমাদের দেশে আগেও এ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। তাই নতুন করে এটি নিয়ে প্রশ্ন তোলা জনগণকে বিভ্রাট করার চেষ্টা। আমি আশা করবো, এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য তারা প্রত্যাহার করবে। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়