রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:৫০, ১৪ মার্চ ২০২১

ভিক্ষুকমুক্ত স্বনির্ভর দীঘিনালা গড়তে সেনা জোনের উদ্যোগ

ভিক্ষুকমুক্ত স্বনির্ভর দীঘিনালা গড়তে সেনা জোনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদকঃ- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাকে ভিক্ষুকমুক্ত স্বনির্ভর উপজেলায় রূপান্তরের লক্ষ্যে দীঘিনালা সেনা জোন কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

রবিবার (১৪ মার্চ) সকালে উপজেলার ৩ জন ভিক্ষুককে স্থানী কর্মসংস্থানের লক্ষ্যে ব্যাবসা করার জন্য দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তৌহিদুল ইসলাম (এসজিপি, পিবিজিএম, পিএসসি)'র পক্ষ হতে কসমেটিক, চা স্টল ও সবজি দোকান সামগ্রী প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মোঃ রেজওয়ানুজ্জামান খান (পিএসসি), জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সিয়াম আহমেদ ও ক্যাপ্টেন সুহৃদ শুভানন প্রমূখ। 

সুবিধা ভোগীরা হলেন, উপজেলার থানা পাড়া এলাকার মোছাঃ কুলসুম বিবি (নওমুসলিম), মোছাঃ জয়নাব বেগম ও ছোট মেরুং এলাকার মোঃ জালাল আহম্মেদ। 

এ সময় দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মোঃ রেজওয়ানুজ্জামান খান (পিএসসি) বলেন, দীঘিনালা জোন সবসময় সাধারণ জনগনের পাশে আছে। দীঘিনালাকে ভিক্ষুকমুক্ত স্বনির্ভর উপজেলায় রূপান্তর করতে এ ধারা অব্যাহত থাকবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়