রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:২৬, ১৯ জুন ২০২০

মঙ্গলকে ঘিরে রেখেছে সবুজ বলয়, প্রশ্ন বিজ্ঞানী মহলে

মঙ্গলকে ঘিরে রেখেছে সবুজ বলয়, প্রশ্ন বিজ্ঞানী মহলে

মঙ্গলকে ঘিরে রেখেছে সবুজের বলয়। ছবি: এক্সোমার্স অরবিটার


লাল রঙের মঙ্গলগ্রহের চারদিকে হালকা সবুজ বলয় দেখা যাচ্ছে। সবুজ অংশটি অনেকটা মেঘের মতো। কিন্তু হটাৎই এমন দৃশ্য কেন দেখা যাচ্ছে? প্রশ্ন বিজ্ঞানী মহলে।

মঙ্গলের চারদিকে ঘুরছে ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসা’র এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার। প্রতি মুহূর্তে লালগ্রহে কী কী বদলাচ্ছে, নতুন কোনো রহস্য সৃষ্টি হচ্ছে কি-না এসব জানাচ্ছে ওই অরবিটার। তার লেন্সেই ধরা পড়েছে ওই সবুজ বলয়।

ইসা’র বিজ্ঞানীরা বলছেন, অক্সিজেনের কারণেই এই বলয় দেখা যাচ্ছে। মঙ্গলের পরিমণ্ডলে অক্সিজেন পরমাণু রয়েছে যার উপর সূর্যের আলো পড়ার ফলে সবুজ রঙ ধারণ করেছে।

মঙ্গলের এই সবুজ বলয় নিয়ে গবেষণা চরছে নাসাতেও। আগামী জুলাইয়ে বহু প্রতীক্ষিত ঐতিহাসিক মঙ্গল-অভিযানে যাচ্ছে নাসা। এবারের মঙ্গলযাত্রায় নাসা পাঠাচ্ছে তার রোভার ‘পারসিভিয়ারেন্স’কে। জেট প্রপালসন ল্যাবরেটিতে (জেপিএল) যত্ন করে বানানো হয়েছে এই রোভার। এটির মঙ্গলের মাটিতে প্রাণের চিহ্ন খুঁজে বের করা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়