রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:৪৩, ৬ ডিসেম্বর ২০১৯

মরমী কবি হাসন রাজার মৃত্যুবার্ষিকী আজ

মরমী কবি হাসন রাজার মৃত্যুবার্ষিকী আজ

ফাইল ছবি


মরমী কবি হাসন রাজার ৯৭ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯২২ সালের ৬ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি একাধারে মরমী কবি ও বাউলশিল্পী ছিলেন। 

বাংলার দর্শন চেতনার সঙ্গে সংগীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে এ মরমী সাধক। অনেকেই লালন শাহের পর মরমী সাধনায় হাসন রাজার স্থান দিয়ে থাকেন। 

‘লোকে বলে বলেরে, ঘর বাড়ি ভালা নায় আমার/ কি ঘর বানাইমু আমি শূন্যের-ই মাজার/ ভালা করি ঘর বানাইয়া, কয় দিন থাকমু আর/ আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুল আমারসহ অসংস্য জনপ্রিয় গানের রচয়িতা, সুরকার ছিলেন হাসন রাজা। 

মরমী কবি হাসন রাজা পুরো নাম দেওয়ান হাসন রাজা। তিনি ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের সুরমা নদীর তীরের তেঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তৎকালীন প্রতাপশালী জমিদার দেওয়ান আলী রাজা চৌধুরীর দ্বিতীয় ছেলে। তার মায়ের নাম ছিলো হুরমত জাহান।

জেলা শহরের তেঘরিয়ার সুরমা নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে হাসন রাজার স্মৃতিবিজড়িত বাড়িটি। এ বাড়িটি একটি অন্যতম দর্শনীয় স্থান। কালোত্তীর্ণ এ সাধকের ব্যবহৃত কুর্তা, খড়ম, তরবারি, পাগড়ি, ঢাল, থালা, বই ও নিজের হাতের লেখা কবিতার ও গানের পান্ডুলিপি আজও বহু দর্শনার্থীদের আবেগ আপ্লুত করে। তবে স্থানীয়ভাবে অনেকটা নিভৃতেই এই মরমী সাধকের মৃত্যু দিবস হচ্ছে।

হাসন রাজা ট্রাস্টের সভাপতি এমদাদ রাজা চৌধুরী জানান, জন্ম ও মৃত্যু একই মাসে থাকায় একই সঙ্গে দুটি দিবস পালন করব। 

সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, মরমী কবি হাসন রাজার জন্ম-মৃত্যুবার্ষিকী একই মাসে। তাই ২১ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি ও প্রশাসনের পক্ষ থেকে স্মরণসভার সিদ্ধান্ত নিয়েছি।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়