রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ০৯:৪৫, ২০ ডিসেম্বর ২০২০

মহালছড়িতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের প্রতি মরণোত্তর সালাম

মহালছড়িতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের প্রতি মরণোত্তর সালাম

খাগড়াছড়ির মহালছড়িতে মৃত অবসরপ্রাপ্ত সেনা সদস্য কর্পোরাল দোলাপ্রু মারমাকে সেনাবাহিনী কর্তৃক মরণোত্তর সালাম প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) কর্পোরাল (অবঃ) দোলাপ্রু মারমা (৭০), পিতাঃ মৃত উলাপ্র মারমা, গ্রাম: ২৪ মাইল পোস্ট: মহালছড়ি থানা: মহালছড়ি জেলা: খাগড়াছড়ি, তার নিজ বাড়িতে বার্ধক্যজনিক কারণে মৃত্যুবরণ করেন।

তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে আর্টিলারি কোর এ সৈনিক পদে যোগদান করেন এবং ১৯৯৪ সালে কর্পোরাল পদবীতে ৫ এডি রেজিমেন্ট আটিলারী হতে অবসর গ্রহণ করেন।

মৃত সেনাসদস্যকে সেনাবাহিনীর পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানাতে, মহালছড়ি জোন কর্তৃক আনুষ্ঠানিকভাবে মরণত্তোর সালামসহ অন্তোষ্টিক্রিয়ার সকল অনুষ্ঠান পরিচালনা করা হয়।

এসময় তার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করা হয়। উক্ত কার্যক্রমে মৃতের পরিবার সন্তুষ্টি ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালীন সেনাবাহিনীর অফিসার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, মৃত সেনা সদস্যের পরিবার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়