রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:৩৬, ২৪ জুন ২০২০

মহালছড়িতে গর্ভবতী মায়েরা পেলেন সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা

মহালছড়িতে গর্ভবতী মায়েরা পেলেন সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা

নিজস্ব প্রতিনিধিঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বর্তমান করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে অবিরাম। 

বুধবার (২৪ জুন) খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে মহালছড়ি উপজেলার দূর্গম এলাকায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১৯০–২০০ জন বিভিন্ন বয়সী প্রসূতি ও গাইনী রোগীদের মধ্যে স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়। 

বর্তমান পরিস্থিতিতে যখন স্বাভাবিক জীবন ব্যবস্থা বিঘ্নিত এবং দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছানো খুবই কষ্টসাধ্য তখন সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডে খুবই খুশি সাধারণ মানুষ। তারা চান ভবিষ্যতেও সেনাবাহিনী এধরণের কার্যক্রম চালিয়ে যাক।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়