রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৭:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২০

মাটিরাঙ্গার প্রথম নারী এসিল্যান্ড ফারজানা আকতার

মাটিরাঙ্গার প্রথম নারী এসিল্যান্ড ফারজানা আকতার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রথম নারী এসিল্যান্ড হিসেবে যোগ দিয়েছেন ফারজানা আকতার ববি। তিনি মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সদ্য বিদায়ী এসিল্যান্ড অমিত চক্রবর্তীর স্থলাভিষিক্ত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি ডিসি কার্যালয়ে তিনি যোগদান করেন। মাটিরাঙ্গায় যোগদানের আগে সহকারী কমিশনার হিসেবে সুনামগঞ্জ ডিসি কার্যালয়ে কর্মরত ছিলেন ফারজানা আকতার।

তিনি ৩৫তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ফারজানা আকতারের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লার বরুড়া উপজেলায়। 

এদিকে যোগ দেয়ার সময় ফারজানা আকতারকে ফুল দিয়ে বরণ করেন মাটিরাঙ্গার ইউএনও বিভীষণ কান্তি দাশ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক, সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইঁয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি