রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৫:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০২১

মাটিরাঙ্গায় চতুর্থবারের মতো কাউন্সিলর হলেন মায়না বেগম

মাটিরাঙ্গায় চতুর্থবারের মতো কাউন্সিলর হলেন মায়না বেগম

মায়না বেগম


খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ১নং সংরক্ষিত আসনে (১,২,৩) নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন মায়না বেগম। এ নিয়ে টানা চতুর্থবারের মতো মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়ে অন্য রেকর্ড গড়লেন এ জনপ্রতিনিধি।

১৪ ফেব্রুয়ারি মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে জনরায়ে ভালবাসায় সিক্ত হলেন এ নারী কাউন্সিলর। তিনি চশমা প্রতীক নিয়ে ২ হাজার ১৮৫ ভোট পেয়েছেন। খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো.রাজু আহম্মেদ তাকে বিজয়ী ঘোষণা করেন।

২০০২ সালে মাটিরাঙ্গা পৌরসভা গঠনের পর ২০০৩ সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ১নং সংরক্ষিত ওয়ার্ডে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন তিনি। এরপর ২০০৯ ও ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে ১নং সংরক্ষিত ওয়ার্ডে (১,২,৩) কাউন্সিলর নির্বাচিত হন।

মায়না বেগম বলেন, মাটিরাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে এ জনপদের মানুষের সেবা করে আসছি। আজীবন সুখে দুখে জনগনের পাশে থাকে তাদের দুঃখ দুর্দশায় পাশে থাকতে চাই।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়