রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১০:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০২০

মালামাল লুটতো করলোই, প্রতিবন্ধীর সম্ভ্রমও কেড়ে নিল ডাকাতরা

মালামাল লুটতো করলোই, প্রতিবন্ধীর সম্ভ্রমও কেড়ে নিল ডাকাতরা

ডাকাতদের আগমনের প্রতীকী ছবি।


নিজস্ব প্রতিবেদকঃ- খাগড়াছড়িতে ডাকাতির সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল সেট লুটের পাশাপাশি এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর সম্ভ্রম কেড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাতে জেলা শহরের উপকন্ঠের বলপেইয়া আদাম এলাকায় গোলাবাড়ি ইউপিতে এই ঘটনা ঘটে। এরইমধ্যে ধর্ষণের শিকার তরুণীকে খাগড়াছড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাতির ভুক্তভোগী ও প্রতিবন্ধী মেয়ের বাবা বলেন, গভীর রাতে ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় বাড়িতে প্রবেশ করে ডাকাতরা। তারা ঘরের সবার হাত-পা বেঁধে বাড়িতে লুটপাট চালায়। ওই সময় তিন ভরি স্বর্ণালংকার, মোবাইল সেট ও নগদ টাকা নিয়ে যায় ডাকাতরা। ডাকাতদলে ৯ জন সদস্য ছিল। তাদের দেখতে সমবয়সী মনে হয়েছে। ডাকাতির এক পর্যায়ে অন্য ঘরে থাকা বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের হাত-পা বেঁধে ডাকাতরা সম্ভ্রম কেড়ে নেয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) গোলাম আবছার জানান, ডাকাতি ও ধর্ষণের ঘটনায় মামলা রজু করা হচ্ছে। অপরাধের সাথে যারাই সংশ্লিষ্ট রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়