রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৮:০৭, ৯ মার্চ ২০২০

মাস্ক সিন্ডিকেট ঠেকাতে অভিযান: দুই ফার্মেসি সিলগালা

মাস্ক সিন্ডিকেট ঠেকাতে অভিযান: দুই ফার্মেসি সিলগালা

দেশে করোনাভাইরাস শনাক্তের পরে হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম। এমনকি পাওয়াও যাচ্ছে না অনেক স্থানে। এসব অরাজকতা সৃষ্টি সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এরইমধ্যে দুটি ফার্মেসি সিলগালা করে দেয়া হয়েছে।

সোমবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অধিদফতরের ৫টি টিম মাঠে অভিযান চালাচ্ছে। অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে ৫টি টিমের দায়িত্বে আছেন সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, মো. মাগফুর রহমান, মাহমুদা আক্তার ও রোজিনা আক্তার।

বিকেল মনজুর মোহাম্মদ শাহরিয়া জানান, গুলশানে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অপরাধে সেখানকার দুটি ফার্মেসি সিলগালা করে দেয়া হয়। ফার্মেসিগুলো হচ্ছে-আল নূরা ফার্মেসি ও সাফারি ফার্মেসি।

অন্যদিকে সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, তিনি বনানী এলাকায় অভিযান চালাচ্ছেন। অভিযান শেষে বিস্তারিত জানাবেন। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়