রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

স্পোর্টস ডেস্কঃ-

প্রকাশিত: ১১:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২০

মুখোমুখি বাংলাদেশ-ভারত, চাপ নিতে রাজি নয় টাইগাররা

মুখোমুখি বাংলাদেশ-ভারত, চাপ নিতে রাজি নয় টাইগাররা

ফাইল ফটো


অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ৷ টুর্নামেন্টের সেরা দুই দলই জায়গা করে নিয়েছে ফাইনালে। এই নিয়ে টানা তিন বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলছে ভারত। অপরদিকে প্রথমবার ফাইনালে উঠলো জুনিয়র টাইগাররা। বৃহস্পতিবার সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে ফাইনালে পৌঁছে যায় আকবর আলীর দল। 

নিউজিল্যান্ডের দেয়া ২১২ রানের টার্গেট লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ। ছোট ভাইদের জয়ে উচ্ছ্বসিত সিনিয়ররাও। জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম টুইট বার্তায় বলেন, অভিনন্দন ভাইয়েরা। মাথা ঠাণ্ডা রাখো। আর একটা বড় ধাপ পেরুনো এখনও বাকি আছে।

ফাইনালের টিকেট নিশ্চিত করার পর বাংলাদেশ অধিনায়ক আকবর আলী বলেন, আমরা জানি, ভারত খুব শক্তিশালী দল। ফাইনালে আমাদের নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।

রোববার অনুষ্ঠিত হবে ফাইনাল। এ ম্যাচের কথা চিন্তা করে উত্তেজনা হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, আমরা আর পাঁচটা ম্যাচের মতোই রোববারের ম্যাচটা দেখছি। ফাইনাল বলে বাড়তি চাপ নিতে রাজি নই।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ