রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

কাউখালী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:১০, ১৭ মার্চ ২০২০

মুজিববর্ষে পোয়াপাড়া মডেল সঃ উঃ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী

মুজিববর্ষে পোয়াপাড়া মডেল সঃ উঃ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী

কাউখালী প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনকে ‘স্মরণীয় করে রাখতে’ ১৭ মার্চ ১০০টি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে সরকার।

উক্ত কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার পোয়াপাড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রাঙ্গণে সুবিধাজনক স্থানে ১০০টি করে ফলদ, বনজ, ভেষজ ও ফুল গাছ রোপণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মনিরুজ্জামান চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণাময় চাকমা, বিদ্যালয়ের অন্যান্য সহকারি শিক্ষকবৃন্দ সহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীগণ।

‘মুজিব বর্ষে অনড় পণ, পরিবেশের সংরক্ষণ’ নামের একটি প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে উক্ত বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

আলোকিত রাঙামাটি