রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:৫৩, ২৭ মে ২০২০

মুষলধারে বৃষ্টি, কাপ্তাইয়ে পাহাড় ধ্বসের আশংকা

মুষলধারে বৃষ্টি, কাপ্তাইয়ে পাহাড় ধ্বসের আশংকা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- মৌসুমের প্রথম বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাইয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এছাড়া মুষলধারে বৃষ্টির কারণে আবারও পাহাড় ধ্বসের আশংকা করা হচ্ছে।

বুধবার (২৭ মে) সকাল হতে মুষলধারে হওয়া বৃষ্টিতে কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া সড়কের অনেক স্থানে সড়কে হাঁটু পরিমান পানি জমে আছে। সড়কের উপরে গাছ পালা পড়ে যাওয়ার ফলে হালকা যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্ট হচ্ছে। এছাড়া অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড় থেকে নেমে আসা ঢলে কোথাও কোথাও ফসলি জমির সবজি ক্ষেতসহ ফলমূলের ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনিতে পাহাড়ের পাদদেশে বসবাসরত কয়েকশত পরিবার। ইতিমধ্যে কাপ্তাই উপজেলা প্রশাসন ও ৪ নং কাপ্তাই  ইউনিয়ন পরিষদ হতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাবার অনুরোধ করেছেন।

এদিকে, অতি বৃষ্টির ফলে চন্দ্রঘোনা-রাইখালী-রাজস্থলী সড়কেও যানচলাচল বিঘ্ন হচ্ছে বলে চালকরা জানান। 

উল্ল্যেখ, গত বছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টির ফলে এ সড়কের কারিগর পাড়া নামক স্থানে সড়কে সিএনজির উপর পাহাড় ধ্বসে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। এছাড়া ২০১৮ সালের ১৭ জুন কাপ্তাইয়ে স্মরনকালের পাহাড় ধ্বসে মিতিঙ্গাছড়ি, কুকিমারা, রাইখালী এবং চিৎমরমে ১৮ জন নিহত হয়।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়