রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

জাবেদ মোহাম্মদ নূর

প্রকাশিত: ১৭:৩০, ২৫ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

মৃত মনের সমাধি

মৃত মনের সমাধি

সে বলল বিদায়
আমি বললাম টিউলিপ থেকে হওনা কেন শাপলা
সে বলল চেরী না একদিন কৃষ্ণাচুড়া হবে
আমি ঘাস ফড়িং হই
কেবল নাচি নতুন রোদ আর ফুলের সৌরভে।

আমাদের কোন প্রেম নেই নাম নেই
আলো আঁধারিতে পরাজিত হয়ে কেবল পিছু হাঁটা
এ মুকুলের মাসে দু'চারজন চেতনা খাড়া করে আশেপাশে
তবুও তুমি আমি প্রেমে ভুল করি
ওরা দেয় প্রাডো গাড়ীতে হাওয়া
জীবন্ত ও মৃত মনের সমাধি হয়, আলাদা এবং একলা।

আলোকিত রাঙামাটি