রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:০৮, ২৭ মার্চ ২০২০

মোবাইল কোর্ট অব্যাহত, রাস্তায় ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী

মোবাইল কোর্ট অব্যাহত, রাস্তায় ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় শুক্রবার সকাল থেকে রাঙামাটির বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে। রাঙামাটির রাস্তা গুলো দখল করে নিয়েছে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর ৪ টি টিম। 

সকাল থেকে রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরূপা, ভেদভেদী সহ বিভিন্ন এলাকায় ও বাজারে টহল দিতে দেখা গেছে।

অযথা রাস্তায় ঘোরা ফেরা করায় কয়েকজনকে কয়েক ঘন্টা করে আটকে রাখা হয়। এছাড়া বেশ কয়েকটি দোকানদারকে সতর্ক করে দিয়ে দোকান বন্ধ করে দেয়।

সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেটের টিম গুলো রাঙামাটির হোম কোয়ারেন্টাইনে থাকা লোকদের বাড়ী বাড়ী গিয়ে তাদেরকে সচেতন করে আসছেন।

গতকাল রাতেও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় দোকান খোলা ও বিনা কারণে রাস্তায় ঘোরাঘুরি কারণে বেশ কয়েকজনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে রাঙামাটিতে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা ১১২জন। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়