রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ০৪:৫৮, ৮ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

যারা আমাকে পাগল বলে, মিডিয়াকে পাগল বলে, তারাই পাগল-হিরো আলম

যারা আমাকে পাগল বলে, মিডিয়াকে পাগল বলে, তারাই পাগল-হিরো আলম

হিরো আলম বলেছেন, ‘আমাকে নিয়ে লেখালেখি করায় অনেকেই মিডিয়া পারসনদের দোষ দিচ্ছেন। মিডিয়া পারসন নাকি আমাকে নিয়ে লাফালাফি করতেছে। হিরো আলমকে নিয়ে মিডিয়া পাগল হয়ে গিয়েছে। যারা আমাকে পাগল বলে, মিডিয়াকে পাগল বলে, তারাই পাগল। মিডিয়া একটি প্রতিভাকে জাতির সামনে তুলে ধরছে, সম্মান দিচ্ছে। যদি আমরা সাধারণ মানুষ পাগল হই, তাহলে ওরাও পাগল। কারণ, তারা একজন প্রতিভাকে সম্মান দিতে জানে না। প্রতিভাকে গলা টিপে মেরে ফেলছে।

শুক্রবার ( ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জেস্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদেরআয়োজনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান দেশের জনগণ আওয়ামী লীগ বা বিএনপির কাউকে চায় না। জনগণ চায় স্বতন্ত্র প্রার্থীকে। আর তার জন্য স্বতন্ত্রদের জন্য এক পার্সেন্ট জনসমর্থন আইন করা হয়েছে, যাতে স্বতন্ত্র থেকে নির্বাচন না করতে পারে।

হিরো আলম বলেন, ‘আমরা যখন নতুনদের নিয়ে দেশ গড়তে চাই, তখন তারাই নতুনদের সামনে আসতে দিচ্ছে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে সোনার বাংলা করতে চাই। আপনারা তা না করে এককভাবে ক্ষমতা দখল করে বসে থাকতে চান। আমরা দেশটাকে সোনার বাংলা করতে চাই। আমরা রাজনীতি নিয়ে ব্যবসা করতে চাই না। আপনারা রাজনীতি নিয়ে ব্যবসা শুরু করেছেন। ব্যবসা বন্ধ করে সামনে আমাদের এগিয়ে যেতে দেন।

তিনি আরও বলেন, ‘আমরা দেশের জনগণ সত্য কথা বলি না। সত্য কথা বললে এই আইন করতে পারতো না। আর বেশি সত্য কথা বললে জেলে যেতে হয়, না হলে গুম হতে হয়। ইসি যদি বুঝতো আমাদেরই কষ্টটুকু তাহলে এই আইন পাস করতো না। আমাদের নমিনেশন যদি বৈধ না করা হয়, প্রয়োজন হলে আমরা উচ্চ আদালতে যাবো।

 

আলোকিত রাঙামাটি