রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৫১, ২১ ফেব্রুয়ারি ২০২১

‘যুবসমাজ যাতে আপরাধে জড়িত না হয় তাই পরিবারকে খেয়াল রাখতে হবে’

‘যুবসমাজ যাতে আপরাধে জড়িত না হয় তাই পরিবারকে খেয়াল রাখতে হবে’

নানিয়ারচর প্রতিনিধিঃ- নানিয়ারচরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাতে সকলের সর্বাত্মক সহযোগিতা চাই পাশাপাশি চাঁদাবাজি অপহরণ সহ যেকনো অপরাধমূলক কর্মকান্ডের সাথে যুবসমাজ যাতে জড়িত না হয় পরিবারের সকলকে সে ব্যাপারে খোঁজ রাখতে হবে এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন অনুযায়ী চলতে হবে বলে জানিয়েছেন নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল গোলাম মাবুদ হাসান পি,এস,সি। 

রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঐতিহ্যবাহী রত্নাংকুর বনবিহারের বর্ষপূর্তি উৎসব ও মাঘী পূর্ণিমা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নানিয়াচর রত্নাংকুর বনবিহার পরিচালনা কমিটির আয়োজনে শনিবার (২০ ফ্রেব্রুয়ারী) নানিয়ারচর রত্নাংকুর বনবিহারে এ আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে বুদ্ধ পূজা, সীবলী পূজা, উপগুপ্ত ভান্তে পূজা, অষ্টপরিষ্কার দান, সংঘদান, পিণ্ডদান সহ নানাবিধ দান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ভিক্ষু সংঘের প্রধান ড. জিনবোধী মহাস্থবির, নানিয়ারচর বিহার অদ্যক্ষ শ্রিমৎ বিশুধানন্দ মহাস্থবির সহ স্থানীয় ভান্তে ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ