রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটি ডেস্কঃ-

প্রকাশিত: ১৮:৫১, ২৫ অক্টোবর ২০১৯

রত্নাংকুর বনবিহারের ২২তম ২ দিন ব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু

রত্নাংকুর বনবিহারের ২২তম ২ দিন ব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু

রাঙামাটির নানিয়ারচর উপজেলার রত্নাংকুর বনবিহার পরিচালনা কমিটির আয়োজনে শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি কমল কান্তি দেওয়ান এর সভাপতিত্বে রত্নাংকুর বিহারে বেইন শিল্পীদের সমবেত পঞ্চশীল গ্রহণ ও সুতা কাটার মাধ্যমে ২ দিন ব্যাপী ২২তম কঠিন চীবর দানোৎসব শুরু হয়।

উক্ত কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি সেন্টু চাকমা, সাধারণ সম্পাদক প্রভাত কুসুম চাকমা, নানিয়ারচর উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমা উপস্থিত ছিলেন। এছাড়াও রত্নাংকুর বিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্হবির, ফুরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভৃগু মহাস্হবির এবং রাঙামাটি রাজবন বিহারের ভান্তে জ্ঞানপ্রিয় মহাস্হবিরসহ ভান্তেগণ উপস্হিত রয়েছেন।
 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়