রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

ইমতিয়াজ ইমন (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪৮, ১৪ এপ্রিল ২০২১

রমজানের প্রথম দিনে রাঙামাটি জেলা প্রশাসকের বাজার মনিটরিং

রমজানের প্রথম দিনে রাঙামাটি জেলা প্রশাসকের বাজার মনিটরিং
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

ইমতিয়াজ ইমন (সদর) প্রতিনিধিঃ- রমজানের প্রথম দিনে আজ রাঙামাটির প্রধান তিনটি বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত, ও সরবরাহ পর্যবেক্ষণ করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

মাছের বাজার মনিটরিং করছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, ছবি- আলোকিত রাঙ্গামাটি

বুধবার (১৪ এপ্রিল) সকালে রাঙামাটির রিজার্ভ বাজার, বনরূপা, ও তবলছড়ি বাজার গুলোতে ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলে জেলা প্রশাসক। এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলাম্যাজিস্ট্রেট মোঃ মামুন মিয়া সহ সহকারী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি বাজারে দামের নিয়ন্ত্রন রাখতে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। একইসঙ্গে কোনও অসাধু ব্যবসায়ী অনৈতিক মুনাফার লোভে কোনও পণ্যের অবৈধ মজুত গড়ছে কিনা তা শনাক্ত করতে একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং করা হবে। মোবাইল কোর্ট চলবে। আইন শৃঙ্খলা বাহিনীও বাজারের দিকে নজর রাখবে। এ সময় পণ্যের মধ্যে তেল, চিনি, পেঁয়াজ, ছোলা, খেজুরসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখার বিষয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর।

আলোকিত রাঙামাটি