রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০৯:৩২, ২১ নভেম্বর ২০১৯

রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরছে ম্যালেরিয়া রোগীরা

রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরছে ম্যালেরিয়া রোগীরা

রাঙামাটিতে স্বাস্থ্য বিভাগ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার তৎপরতায় ম্যালেরিয়া রোগের প্রকোপ কমেছে।

কয়েক মাস ধরে এ জেলায় ম্যালেরিয়া রোগী বাড়ছিলো। এতে আতঙ্ক বিরাজ করছিল পাহাড়ের মানুষের মাঝে। শীত আসার শুরুতেই কমতে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। স্বস্তি ফিরছে জনমনে।

রাঙামাটি সদর হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর বলেন, অক্টোবরে জেলা জুড়ে ম্যালেরিয়া রোগী ছিল ৯৬০ জন। নভেম্বরে তা কমে ৬২৬ জনে পৌঁছেছে। ধীরে ধীরে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার বলেন, সরকারের উদ্যোগ এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় রাঙামাটিতে ম্যালেরিয়ার প্রকোপ কমে এসেছে। আশা করি রোগীর সংখ্যা শূন্যে নিয়ে আসতে পারবো।

রাঙামাটির প্যানেল মেয়র জামাল উদ্দিন বলেন, ম্যালেরিয়া মোকাবিলায় বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়েছে। মানুষকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আশা করি ম্যালেরিয়ার উপদ্রব থাকবে না।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়