রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২১:৩০, ২৪ মার্চ ২০২০

রাঙামাটি জেলা-উপজেলার সকল সাপ্তাহিক পাহাড়ী হাটবাজার বন্ধ ঘোষণা

রাঙামাটি জেলা-উপজেলার সকল সাপ্তাহিক পাহাড়ী হাটবাজার বন্ধ ঘোষণা

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে রাঙামাটির দশ উপজেলার সকল সাপ্তাহিক পাহাড়ী হাট-বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

করোনা ভাইরাসের  ঝুঁকি এড়াতে ২৬ মার্চ থেকে এসব হাট-বাজার বন্ধ ঘোষণা করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। তবে বাজারগুলোতে প্রতিদিনের কার্যক্রম স্বাভাবিক থাকবে। শুধু বন্ধ থাকবে সাপ্তাহিক হাটের কার্যক্রম।

জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, কোভিড-১৯ বিস্তারের ঝুঁকি এড়াতে দশ উপজেলার সকল পাহাড়ী সাপ্তাহিক হাট-বাজারগুলো পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসক আরো বলেন, আমরা জনগনকে সচেতন করতে এবং করোনা ভাইরাস থেকে সকলকে রক্ষা করার জন্য আমাদের কঠোর পদক্ষেপ গ্রহন করতে হচ্ছে এবং এই কঠিন পরিস্থিতিতে যাতে কোন অসাধু ব্যবসায়ীরা যেন দ্রব্য মুল্যের দাম বৃদ্ধি করতে না পারে সেই জন্য আমরা শহরের সকল বাজার গুলোতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবো।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: