রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০২১

রাঙামাটি পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ শুরু

রাঙামাটি পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ শুরু

ছবিঃ আলোকিত রাঙ্গামাটি


রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভার মধ্যে পার্বত্য রাঙামাটি পৌরসভার নির্বাচনে আজ প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোটগ্রহণ শুরু হয়েছে।

রাঙামাটি শহরের ৩১টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। কেন্দ্রে গুলোতে সকালে ভোটারদের সংখ্যা ছিলো কম। তবে বেলা বাড়ার সাথে সাথে উৎসবমূখর পরিবেশে কেন্দ্রে কেন্দ্রে ছিল ভোটারদের দীর্ঘ সারি।

 

রাঙামাটি পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ শুরু


রাঙামাটির মেয়র পদে প্রার্থী রয়েছেন ৫ জন। এর মধ্যে সরকার দলীয় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন চৌধুরীর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

এ দুই প্রতিদ্বন্ধি ছাড়াও মেয়র পদে আরো লড়ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অমর কুমার দে মোবাইল প্রতীকে, জাতীয় পার্টির প্রজেশ চাকমা লাঙ্গল প্রতীকে ও বিপ্লবী ওর্য়াকাস পার্টির আব্দুল মান্নান রানা কোদাল প্রতীক নিয়ে। 

আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন চৌধুরী সকাল সাড়ে ৮টায় ভোট দিয়েছে আলফেসানী উচ্চ বিদ্যালয়ে এবং বিএনপি প্রার্থী মামুনুর রশিদ মামুন সকাল ৯টায় শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন।

এদিকে এবারের নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। পৌরসভার মোট ভোটার ৬২,৯১৩ জন। এর মধ্যে নারী ২৮,৬৭১ ও পুরুষ ৩৪,২৪২ জন।

অন্যদিকে ভোটকেন্দ্র গুলোতে আইন-শৃখলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে, পুলিশ, বিজিবি এবং র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ, ৯ জন আনসার সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশের ১১টি মোবাইল টীম এবং ১১টি স্ট্রাইকিং ফোর্স নির্বাচনে যেকোন পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে। এছাড়াও র‌্যাব ও বিজিবি’র সদস্যরাও পুরো শহরে টহল দিচ্ছে। 

নির্বাচন সুষ্ঠু ভাবে শেষ করতে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছেন জেলা প্রশাসন। এখনো শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়