রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:৫৭, ২৭ মে ২০২০

রাঙামাটি রেড ক্রিসেন্টের ৯০ লাখ টাকার ‘নগদ অর্থ সহায়তা’ প্রদান

রাঙামাটি রেড ক্রিসেন্টের ৯০ লাখ টাকার ‘নগদ অর্থ সহায়তা’ প্রদান

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- করোনা প্রতিরোধে কাপ্তাইসহ জেলার ১০ উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিট হত-দরিদ্র দু'হাজার পরিবারের মাঝে ৯০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইকোসেক প্রজেক্টের সহযোগিতায় জেলার ১৯টি কমিউনিটির ১৫শ' পরিবার ও প্রজেক্টের আওতাবর্হিভুত ৫শ' পরিবার মিলে মোট ২ হাজার পরিবারের মধ্যে প্রতি পরিবার পিছু ৪ হাজার ৫শ' টাকা হারে এই নগদ অর্থ প্রদান করা হয়েছে।

এরমধ্যে ইকোসেক প্রজেক্টের আওতাধীন সদর উপজেলায় ১শ' ১৭ পরিবার, কাপ্তাই উপজেলায় ৫শ' ৭৩, কাউখালী উপজেলায় ৩শ' ২৫, লংগদু উপজেলায় ৪শ' ৩৩, বরকল উপজেলায় ৫২ পরিবার। এছাড়া, প্রজেক্টের আওতাবর্হিভুত রাঙামাটি পৌর এলাকাধীন ১শ' ৩০ পরিবার, জুড়াছড়ি উপজেলায় ৭০, বিলাইছড়ি উপজেলায় ৭০, রাজস্থলী উপজেলায় ৭০, নানিয়ারচর উপজেলায় ৬০ এবং বাঘাইছড়ি উপজেলায় ১শ' পরিবার। সর্বমোট ২ হাজার পরিবারের মধ্যে প্রতি পরিবার পিছু ৪ হাজার ৫শ' টাকা হারে ৯০ লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আর্ন্তজাতিক রেড ক্রস কমিটির যৌথ সহযোগিতায় মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি জেলার ১০টি উপজেলায় এই "নগদ অর্থ সহায়তা" প্রদান করা হয় বলে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহফুজুর রহমান জানান। এছাড়া দূর্গম এসব উপজেলায় সীমাহীন কষ্ট করে নগদ অর্থ সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় তিনি আইসিআরসি, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য, ইউনিট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়