রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০২০

রাঙামাটি সরকারী কলেজের বসন্ত বরণ অনুষ্ঠিত

রাঙামাটি সরকারী কলেজের বসন্ত বরণ অনুষ্ঠিত

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- সারাদেশের মত রাঙামাটি সরকারী কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসব।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ প্রাঙ্গনে এসে সমাবেত হয়। এ সময় বসন্ত উৎসবের শোভাযাত্রায় ব্যাণার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ও নানা সাজে সেজে কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা অংশ নেয়। পরে কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয় এক পিঠা আর পুলি নিয়ে হাজির হয় স্টল দেয়া ছাত্র-ছাত্রীরা।

এদিকে বসন্তের আগমনী বার্তায় এই উৎসব ঊদযাপন করতে পেরে দারুন খুশি ছাত্র ছাত্রীরা। পুরো কলেজ প্রাজ্ঞন জূড়ে এর পরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। আর এতে নেচে গেয়ে কবিতা আবৃত্তি করে জাকজমক পরিবেশের সৃষ্টি  হয়।

উক্ত বসন্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যাপক প্রফেসার মঈন উদ্দীন। এ সময় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক বাংলা বিভাগের প্রধান মোঃ মহিউদ্দিন, সরকারী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, কলেজের উপাধ্যক তুষার কান্তি বড়ুয়া সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত  ছিলেন।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ