রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধি।।

প্রকাশিত: ১৪:৩৯, ৩১ জানুয়ারি ২০২১

রাঙামাটিতে অনলাইনে স্থায়ী বাসিন্দা সনদ প্রদান কার্যক্রমের উদ্বোধন

রাঙামাটিতে অনলাইনে স্থায়ী বাসিন্দা সনদ প্রদান কার্যক্রমের উদ্বোধন
ছবি:- আলোকিত রাঙ্গামাটি

।।রাঙামাটি (সদর) প্রতিনিধি।। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে স্থায়ী বাসিন্দা সনদ অনলাইন কার্যক্রম শুরু করায় পার্বত্য এলাকার স্থায়ী বাসিন্দারা সুফল ভোগ করবে বলে মন্তব্য করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, এনডিসি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের জন্য জেলা প্রশাসনের স্থায়ী বাসিন্দা সনদ খুবই গুরুত্বপূর্ণ। এই সনদ পেতে জনগণ যাতে ভোগান্তিতে না পড়ে তার জন্য এই কার্যক্রম বলে তিনি উল্লেখ করেন।

রবিবার (৩১ জানুয়ারী) রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অনলাইনে স্থায়ী বাসিন্দা সনদ প্রদান কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, এনডিসি এ কথা বলেন।

উদ্বোধন অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায় সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এখন থেকে রাঙামাটির বিভিন্ন উপজেলায় ও বিভিন্ন কম্পিউটারের দোকানে বসেই সনদের জন্য অনলাইনে আবেদন করতে পারবে স্থায়ী বাসিন্দারা।

আলোকিত রাঙামাটি