রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:০৪, ২৬ নভেম্বর ২০১৯

রাঙামাটিতে অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

রাঙামাটিতে অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

রাঙামাটিতে রেজিস্ট্রেশন বিহীন ও রুট পারমিট বিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জেলা অটোরিক্সা সচেতন চালকরা।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্লোগানের পোস্টার হাতে নিয়ে তারা তাদের অধিকার আদায়ের লক্ষে এই মানববন্ধনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

 

 

এ সময় বক্তব্য রাখেন, অটোরিক্সা চালক আবুল কালাম, কামাল হোসেন, মঈনউদ্দিন, প্রিয়তোষ দত্ত। 

 

 

এ সময় বক্তারা বলেন, রাঙামাটিতে অবৈধ অটোরিক্সা চলাচলের কারনে বৈধ চালকদের অর্থ উর্পাজনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও শহরে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে বাড়ছে যানজট এবং অবৈধ গাড়ি চালকদের গাড়ি চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকায় শহরে দিন দিন সড়ক দূর্ঘটনার সংখ্যাও বেড়ে চলেছে। তাই প্রশাসনের নিকট সকলের একটাই দাবি এসব অবৈধ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে রাঙামাটির সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করার আহবান জানান। তা না হলে পরবর্তীতে তারা আরো বৃহত্তর কর্মসূচির ডাক দিবে বলে হুশিয়ারী প্রদান করেন।

মানববন্ধনে রাঙামাটি শহরের শতাধিক অটোরিক্সা চালকবৃন্দগণ উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: