রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১১:৩৯, ৮ মার্চ ২০২১

রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে- জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মো মিজানুর  রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক  হোসনেয়ারা বেগম, সাবেক জেলা পরিষদের সদস্যা মনোয়ারা আক্তার জাহান প্রমুখ।

আলোকিত রাঙামাটি