রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:৩৬, ৭ ফেব্রুয়ারি ২০২১

রাঙামাটিতে করোনা ভ্যাকসিনের কার্যক্রম উদ্বোধন

রাঙামাটিতে করোনা ভ্যাকসিনের কার্যক্রম উদ্বোধন

টিকা নিচ্ছেন ডিসি এ কে এম মামুনুর রশিদ


রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- সারাদেশের ন্যায় রাঙামাটির ১০ উপজেলার হাসপাতাল গুলোতে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। 

রবিবার (৭ জানুয়ারী) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

পরে রাঙামাটি সদর হাসপাতালের প্রথম সারির লোকদের এই করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়।

এ সময় রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসাসহ অন্যান্য কর্মকর্তা ও হাসপাতালের ডাক্তারা উপস্থিত থেকে করোনার টিকা গ্রহণ করেন।

উদ্বোধনের প্রথম দিনে রাঙামাটি সদর হাসপাতালে ৪০ জনকে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়।

আলোকিত রাঙামাটি