রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:৪০, ১০ ফেব্রুয়ারি ২০২০

রাঙামাটিতে জনপ্রিয় হয়ে উঠছে ফুল চাষ

রাঙামাটিতে জনপ্রিয় হয়ে উঠছে ফুল চাষ

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- রাঙামাটিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ফুল চাষ। শহরের বিভিন্ন নার্সারী ও এলাকায় ছেয়ে গেছে বিস্তৃীর্ণ ফুলের বাগান। যেন প্রকৃতির এক নৈস্বর্গিক উপহার। প্রতিবছর শীত মৌসুম এলেই বিভিন্ন জাতের এইসব ফুল গাছে যেন নতুন প্রাণের সঞ্চার হয়। পাতা আর কলির সঞ্জীবনে নতুন রূপের পসরা সাজিয়ে নিজেকে মেলে ধরে মুক্ত আকাশের পানে। আর ফুলের জাদুকরী বৈশিষ্ট্য মানুষকে সহসাই কাছে টানে।



রাঙামাটির পাহাড়ী এলাকায় দিন দিন বেড়েই চলেছে ফুল চাষ। সফলতা পেয়ে অনেকেই ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এক সময় পাহাড়ের বাণিজ্যিক ভাবে ফুল চাষ অসম্ভব ছিল। ইদানিং পাহাড়ের উঁচু জমিতে আর নার্সারীতে বানিজ্যিক ভাবে চাষ হচ্ছে ডালিয়া, জিনিয়া, গোলাপ, গাঁদা, সালভিয়া, এষ্টার ফুল, ডাইনথাস ফুলসহ বিভিন্ন জাতের ফুল। 

ফুলের বাগানে বছর জুড়ে উৎপাদন হচ্ছে দেশী বিদেশী নানা জাতের ফুল। চোখ জুড়ানো অসংখ্য ফুলের বাগান। পাহাড়ের এসব ফুল স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে অন্যত্র। 

মায়ের দোয়া নার্সারীর মালিক মোঃ সালাউদ্দিন জানান, প্রতিদিন বাগান থেকে শত শত গোলাপসহ নানা জাতের ফুল হয়। ফুলের বাগান দেখতে বিভিন্ন এলাকা থেকে আসেন অসংখ্য নারী পুরুষ।
    

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়