রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২৩:৩৯, ২৯ জুলাই ২০২০

রাঙামাটিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

রাঙামাটিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সারাদেশের ন্যায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ।

বুধবার (২৯ জুলাই) সকালে শহরের সরকারী মহিলা কলেজ প্রাজ্ঞনে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচীর প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বর্তমান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সজল দাশ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিজান চৌধুরী সহ-সভাপতি, রাঙামাটি জেলা ছাত্রলীগ, ইকবাল আহমেদ তালুকদার সাংস্কৃতিক-সম্পাদক, রাঙামাটি জেলা ছাত্রলীগ, তাজুল ইসলাম ক্রীড়া-সম্পাদক রাঙামাটি জেলা ছাত্রলীগ, ফাতেমাতুজ জোহরা রেশমি সহ-সম্পাদক, রাঙামাটি জেলা ছাত্রলীগ, আনোয়ার হোসেন কায়সার সহ-সম্পাদক, রাঙামাটি জেলা ছাত্রলীগ, মুমতাহেনা চৌধুরী, সদস্য রাঙামাটি জেলা ছাত্রলীগ, পারভেজ চৌধুরী সহ-সভাপতি ৪নং ওয়ার্ড ছাত্রলীগ শাখা সহ রাঙামাটি জেলা ছাত্রলীগ নেত্রী মায়েচিং মারমা সাথি, তাহমিনা ইয়াসমিন, আফরা ইবনাথ রিয়া, তামজিদা, ফাহমিদা প্রমুখ। 

এ সময় রাঙামাটি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, করোনার দুর্যোগের মাঝেই স্বাস্থ্যবিধি মেনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় মুজিববর্ষ উপলক্ষে তাদের এই কর্মসূচী পালন করা হচ্ছে। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় এবং খাদ্যের যোগানদাতা হিসাবেও কাজ করে। এ ধারাবাহিকতা আমরা নিজ এলাকায় অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে জেলা ছাত্রলীগের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় উক্ত বৃক্ষরোপন কার্যক্রম মাস ব্যাপী এলাকা ভিত্তিক চলমান থাকবে। আর সকলেরই উচিত গাছ লাগিয়ে দেশের পরিবেশ রক্ষায় এগিয়ে আসা।

 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়