রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

ইমতিয়াজ ইমন (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৫৪, ১৮ এপ্রিল ২০২১

রাঙামাটিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ২ হাজার ৮শ টাকা জরিমানা

রাঙামাটিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ২ হাজার ৮শ টাকা জরিমানা
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

ইমতিয়াজ ইমন (সদর) প্রতিনিধিঃ- রাঙামাটিতে মাস্ক পরিধান না করায় এবং সরকারি নির্দেশ অমান্য করে ঘর থেকে বের হওয়ায় ১১ জনকে অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমারের বনরুপা রিজার্ভ বাজার দোয়েল চত্ত্বর সহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে মাস্ক পরিধান না করায় ১১ জনকে মোট দুই হাজার আট শত টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার পরিচালিত মোবাইল কোর্ট।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার জানান, করোনা প্রতিরোধে মাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অনেকেই অবহেলা করে মাস্ক পরিধান না করে জনাকীর্ণ এলাকায় ঘোরাঘুরি করছেন যা স্বাস্থ্যবিধির সম্পূর্ণ লঙ্ঘন। ফলে নিজেকে ও অন্যদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছেন। অভিযানে দেখা যায়, বিভিন্ন পেশার মানুষ দোকানদার, চাকরিজীবী, চালক, যাত্রী, পথচারী এমনকি শিক্ষিত ও সচেতন মানুষ মাস্ক পরিধানে অবহেলা ও অবজ্ঞা করছেন।

আলোকিত রাঙামাটি