রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:১৫, ২৮ মার্চ ২০২১

রাঙামাটিতে দুরপাল্লার বাস চলছে না, অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক

রাঙামাটিতে দুরপাল্লার বাস চলছে না, অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- মোদি বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে হতাহতের প্রতিবাদে হেফাজত ইসলামের ডাকা হরতালের কারণে রবিবার (২৮ মার্চ) রাঙামাটি থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে জেলার অভ্যন্তরীণ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে শহরের সব ধরনের দোকান পাট। জেলার কোথাও পিকেটিং বা হরতাল সমর্থকদের অবস্থান দেখা যায়নি। তবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এদিকে, জেলা শহরে সকাল থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে হরতাল বিরোধী অবস্থান নিয়ে পর্যবেক্ষণ করছে। শহরের বনরূপা এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা হরতাল বিরোধী অবস্থান নেয়। 

চালকরা জানান, দেশের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের পিকেটিংয়ের কারণে রাঙামাটি জেলায় দূপাল্লার যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধু জেলার অভ্যন্তরীণ যান চলাচল করছে।

অন্যদিকে, হরতালের কারণে রাঙামাটিতে পর্যটকের উপস্থিতি ছিলো তুলনামূলক কম। এ ছাড়া রাঙামাটি শহরের জনজীবন প্রতিদিনের মতো স্বাভাবিক রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ