রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪১, ১২ আগস্ট ২০২০

রাঙামাটিতে নতুন করে আরো ১৪ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৭১৪

রাঙামাটিতে নতুন করে আরো ১৪ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৭১৪

ফাইল ছবি 


রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- রাঙামাটিকে ছাড়ছেই না যেনো মরনব্যাধি করোনা ভাইরাস। বুধবার (১২ আগস্ট) সকালে চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে রাঙামাটিতে নতুন করে আরো ১৪ জনের করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।

এ নিয়ে রাঙামাটি জেলায় মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ৭১৪ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫৯৪ জন। মারা গেছেন ১০ জন। এখনো আইসোলেশনে আছেন ১৩ জন।

তিনি আরো জানান, নতুন শনাক্তদের মধ্যে রাঙামাটি শহরের ১১ জন, কাপ্তাইয়ে ২ জন ও কাউখালী উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন।

শুক্রবার পর্যন্ত রাঙামাটি জেলা থেকে ৩,১৮৭ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। যার মধ্যে ৩,০৭০ জনের রিপোর্ট এসেছে এবং আক্রান্ত হয়েছেন ৭১৪ জন। আর অপেক্ষমান রিপোর্ট রয়েছে ১১৭টি।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়