রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:২২, ৩১ জুলাই ২০২০

রাঙামাটিতে নতুন করে আরো ৩১ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৬৫১

রাঙামাটিতে নতুন করে আরো ৩১ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৬৫১

ফাইল ছবি 


রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-  রাঙামাটি জেলায় নতুন করে আরো ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে রাঙামাটি জেলায় মোট করোনা রোগীর সংখ্যা হচ্ছে ৬৫১ জন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে চট্টগ্রাম ভেটেনারি এন্ড এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে আসা রিপোর্টে এই নতুন ৩১ জন করোনা পজেটিভ বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডাঃ মো: মোস্তফা কামাল। 

তিনি জানিয়েছেন, নতুন শনাক্তদের মধ্যে রাঙামাটি সদরে ২৪ জন, কাপ্তাইয়ে ৩ জন, লংগদুতে ৩ জন ও রাজস্থলীতে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিস আরো জানিয়েছে, শুক্রবার অবধি শনাক্ত ৬৫১ জনের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৫০ জন। এখনো আইসোলেশনে আছেন ১০ জন। এখনো ১০৭ জনের রিপোর্ট হাতে আসেনি।

উল্লেখ্য, রাঙামাটি জেলা থেকে এ পর্যন্ত ২,৯৮৮ জনের রিপোর্ট পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ২,৮৮১ জনের। জেলায় এই পর্যন্ত করোনায় মারা গেছেন ৯ জন।

আলোকিত রাঙামাটি