রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:১৬, ২০ নভেম্বর ২০২০

রাঙামাটিতে নতুন করে আরো ৫ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৯৯৯

রাঙামাটিতে নতুন করে আরো ৫ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৯৯৯

ফাইল ছবি


শম্পু বাহাদুর থাপাঃ- রাঙামাটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত রাঙামাটি জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছেন ৯৯৯ জনে।

রাঙামাটি সদর হাসপাতাল (পিসিআর ল্যাব) এর ২০টি নমুনা পরীক্ষার রিপোর্টে এই নতুন ৫ জন করোনা পজেটিভ বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডাঃ মো: মোস্তফা কামাল। এ নিয়ে রাঙামাটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৯৯ জনে।

রাঙামাটি সদর হাসপাতাল (পিসিআর ল্যাব) থেকে রিপোর্ট আসা করোনা পজিটিভ রাঙামাটি সদর থেকে নতুন করে ২ জন ও কাপ্তাই উপজেলা থেকে ৩ জন বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডাঃ মো: মোস্তফা কামাল।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাঙামাটিতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৯২২ জনে।

বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন।

এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে রাঙামাটি জেলায় মারা গেছেন ১৪ জন।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়