রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ০৮:৪৪, ২০ মে ২০২০

রাঙামাটিতে নতুন করে করোনায় আক্রান্ত ১৭ জন, মোট আক্রান্ত ৪৩

রাঙামাটিতে নতুন করে করোনায় আক্রান্ত ১৭ জন, মোট আক্রান্ত ৪৩

ফাইল ছবি


নিজস্ব প্রতিবেদকঃ- রাঙামাটিতে নতুন করে আরো ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে রাঙামাটি জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩ জন। মঙ্গলবার (১৯ মে) মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডাঃ মোঃ মোস্তফা কামাল।

তিনি জানান, মঙ্গলবার রাত ১২ টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) থেকে আসা রিপোর্টে এই বিষয়টি জানা যায়।

আক্রান্তরা হলো, রাঙামাটি শহরের চক্র পাড়ায় ১ জন, রাজবাড়িতে ১ জন, মানিকছড়িতে ১ জন, দেওয়ান পাড়ায় ১ জন, রাঙামাটি সদর হাসপাতাল এলাকায় ২ জন, উত্তর কালিন্দীপুর এলাকায় ৩ জন, রাঙ্গাপানিতে ১ জন, মাঝের বস্তিতে ১ জন, ম্যাজিস্ট্রেট কলোনীতে ১ জন, রায় বাহাদুর সড়ক এলাকায় ৩ জন, কল্যানপুরে ১ জন, তবলছড়ির ওমদামিয়া হিলে ১ জন। ১৭ জনের মধ্যে ১ জন চিকিৎসক ও আছেন বলে জানান তিনি।

এ নিয়ে রাঙামাটিতে মোট ৪৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর আগে ৬ মে প্রথম ৪ জনের করোনা পজেটিভ আসে। এরপর ১২ মে ১ জন, ১৩ মে ৯ জন এবং ১৪ মে ১১ জনের করোনা সনাক্ত হয়।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: